শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতের প্রকাশনা সম্পাদক মাহবুব মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।
পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল