কোনো বিস্ময় আমায় বিস্মিত করে না
আমার নির্মমতা আমাকেই অবলোকন করে না
অসহ্য যন্ত্রণায় ভেঙে গেছে আয়না
ভাঙাচোরা কাজগুলো ছড়িয়ে দেয় উপহাস।
হে মানুষ হে মানবতা তুমি কোথায়?
আর্তচিৎকারে প্রতিধ্বনিত বিস্ফোরিত আমার আহ্বান
আকাশ কম্পিত হয় বাতাসের চোখে অশ্রু নামে
হারিয়ে যাওয়া মানবতা হাতড়ে বেড়ায় পৃথিবী।