আচ্ছা দাদা, আসতে যখন
চাইছেন আমার বাসায়
ছুটির দিনে আসুন তবে
থাকব আপনার আশায়।
জানেন নিশ্চয় আমি থাকি
লিফটের ষোলো তলায়
লিফট নষ্ট, কষ্ট না হয়
যদি হাঁটাচলায়-
উঠতে পারবেন সিঁড়ি ভেঙে
কিছুক্ষণ জিরিয়ে?
ভয় পেয়েছেন আসার কথা
নিবেন কি ফিরিয়ে?
শুনুন দাদা, কদিন যাবৎ
জল আসে না কলে
গোসল, রান্না বন্ধ সবই
কী হবে আর বলে।
ষোলো তলায় ছাদ হওয়াতে
ভীষণ গরম লাগে
বিদ্যুৎও নেই, ফ্যান চলে না
মেজাজ হারাই রাগে!
টয়লেটের ফ্ল্যাশ কাজ করে না
দুর্গন্ধে দায় টেকা
আসুন দাদা, কতদিন পর
চাক্ষুষ হবে দেখা।
আড্ডা হবে, সংগীত হবে
হবে খাওয়াদাওয়া।
এসব শুনে আসবেন দাদা?
নাকি হবেন হাওয়া?