ওদের শৈশব খুব নিরামিষ
নেই তো খেলার মাঠ
দেখে না তো খাল-পুকুর-বিল
শান বাঁধানো ঘাট!
আকাশচুম্বী অট্টালিকা
দেখে না তো চাঁদ
ফুল-ফসলের পায় না যে ঘ্রাণ
মন্ডা-মিঠাইয়ের স্বাদ!
ওদের কাছে খুব অচেনা
জ্যোৎস্না-ঝালর রাত
নীলাভ আকাশ শরৎ দিনে
হয় কীভাবে কাৎ?
ওদের শৈশব নিচ্ছে কেড়ে
মোবাইলের বিষদাঁত
গোল্লাছুট বা কাবাডিতে
হাত ধরে না হাত!