রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
পর্যটন

ফা-হিয়েনের বিবরণ

দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বিখ্যাত চীন দেশীয় পরিব্রাজক ফা-হিয়েন ভারত ভ্রমণ করেন। তার ভ্রমণের উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মপুস্তক 'বিনয় পিটক'-এর মূল রচনা সংগ্রহ করা। এ ছাড়া ভারতে বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন ও বৌদ্ধদের অবস্থা জানার ইচ্ছাও তার ছিল। ফা-হিয়েন গোবি মরুভূমির মধ্য দিয়ে প্রথমে খোটানের পার্বত্য অঞ্চলে উপস্থিত হন। সেখান থেকে তিনি পামির পর্বতমালা অতিক্রম করে সোয়াত ও গান্ধার প্রদেশ হয়ে ভারতে পৌঁছেন। ভারতে তিনি পেশোয়ার, মথুরা, কনৌজ, শ্রাবন্তী, কাশি, কপিলাবস্তু, কুশীনগর, বৈশালী, পাটলিপুত্র এবং তাম্রলিপ্তে দুই বছর অতিবাহিত করেন। ভ্রমণ শেষ হলে তিনি তাম্রলিপ্ত বন্দর (বর্তমান তমলুক) থেকে সমুদ্রপথে সিংহল, মালয় এবং যবদ্বীপ থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন। ফা-হিয়েন এ দেশে তার অভিজ্ঞতা সম্বন্ধে একটি বিবরণ রেখে যান। তার লিখিত বিবরণ থেকে তৎকালীন ভারতের সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অবস্থা সম্বন্ধে অনেক বিষয় অবগত হওয়া যায়। ফা-হিয়েন গুপ্ত সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে তিন বছর অবস্থান করে মূল গ্রন্থের সঙ্গে পরিচয় লাভের জন্য সংস্কৃত ও বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। ফা-হিয়েনের বিবরণ অনুযায়ী পাটলিপুত্র নগর ছিল সুরম্য অট্টালিকাগুলোতে সুসজ্জিত। জনসাধারণ ধনসম্পদে সমৃদ্ধ ছিল। রোগীর চিকিৎসার জন্য পাটলিপুত্রে অনেক দাতব্য চিকিৎসালয় ছিল। রোগীদের বিনা পয়সায় ওষুধপত্র দেওয়া হতো।

আবদুল খালেক আতিক

 

 

সর্বশেষ খবর