বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

কাসিদা

একটি আরবি শব্দ। এর উৎপত্তি হয়েছে 'কাসদ' শব্দমূল থেকে। এর অর্থ নিরেট ও পরিপূর্ণ, মস্তিষ্ক বা মজ্জা। কাসদ-এর আরও একটি অর্থ ইচ্ছা করা। যে কবিতায় প্রিয়জনের প্রশংসা বর্ণনা করা হয়, পরিভাষায় সে কবিতাকে কাসিদা বলা হয়। তবে কাসিদার বিষয়বস্তুর পরিধি অনেক বিস্তৃত। এতে থাকে সৌন্দর্য ও প্রেম, সময়ের উত্থান-পতন, বসন্ত ও উদ্যান, নৈতিকতা ও জ্ঞান, দোয়া প্রভৃতি। আর যারা কাসিদা বলতে নিরেট বা মস্তিষ্ক বলে মনে করেন, তাদের মতে কবি তার নিজ বক্তব্যকে বিশেষ এক পদ্ধতিতে কবিতায় উপস্থাপন করেন, অথবা তার কবিতায় তিনি ব্যাপকভাবে পূর্ণাঙ্গ বিষয়বস্তুর অবতারণা করেন। কাসিদা প্রধানত প্রিয়জনের প্রশংসা বর্ণিত হলেও এর মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ প্রকাশ পায়। কাসিদা প্রথম দেখা যায় আরবি কাব্যে। প্রাগ-ইসলাম যুগে আরব কবিরা এর সূচনা করেছিলেন। কাসিদায় তিনটি অংশ বা স্তর থাকে। যথা- প্রথম অংশে নাসবী বা প্রণয়মূলক মুখবন্ধ থাকে।

সর্বশেষ খবর