পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নের নানামুখী পদক্ষেপ বিদেশি ক্রেতাদের আস্থা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ১৫টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে পোশাক খাতের অগ্রগতি দেখে গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাংলাদেশের পোশাক খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিদেশি ক্রেতাদের আস্থা বাড়ায় তৈরি পোশাক রপ্তানিতে আয়ও বাড়ছে। পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তায় এখন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। কারখানার কর্মপরিবেশ পরিদর্শনে এখন পর্যন্ত ২৭৭ জন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। আরও ১৬৪ জনের নিয়োগ প্রক্রিয়া চলছে। শ্রমিকদের তথ্য সংরক্ষণে কারখানাগুলোতে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে ১ হাজার ২০০ কারখানা শ্রমিকের সমন্বিত ডাটাবেজ তৈরি হয়েছে। শ্রম মন্ত্রণালয় পোশাক খাতের শ্রমিকদের জন্য সরকারের কাছে কর্মপরিবেশ সংক্রান্ত অভিযোগ দেওয়ার জন্য বিনামূল্যে হেল্পলাইন সুবিধা চালু করেছে। নির্দিষ্ট নম্বরে শ্রমিকরা ফোন দিয়ে যে কোনো অভিযোগ জানাতে পারবেন। বাংলাদেশের তৈরি পোশাককে বিশ্বদরবারে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে দেশীয় পোশাক উদ্যোক্তারা পরিবেশবান্ধব সবুজ কারখানা নির্মাণে আগ্রহী হয়ে উঠেছেন। এ পর্যন্ত দেশের ২৮টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ পেয়েছে। আরও ১১৮টি কারখানা এই স্বীকৃতি পাওয়ার জন্য অপেক্ষা করছে। পোশাক কারখানার স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় কাজ করার উদ্যোগ নিচ্ছে বিদেশি ক্রেতাদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্স। এর ব্যাপারে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রানা প্লাজার দুর্ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তির ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘরে-বাইরে চাপের মুখে পড়েন এ শিল্পের উদ্যোক্তারা। রানা প্লাজার দুর্ঘটনাকে যুক্তরাষ্ট্র অজুহাত হিসেবে খাড়া করে সে দেশে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। এ দুঃসময় কাটিয়ে উঠতে দেশের পোশাকশিল্পে যে সংস্কার কার্যক্রম শুরু হয় তাতে এ শিল্পের জন্য একটি মানবিক অবস্থান নিশ্চিত হয়েছে। নিজেদের সুনামের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে পোশাকশিল্পের উদ্যোক্তাদের আরও অনেক দূর এগোতে হবে। এ ক্ষেত্রে কোনো আত্মসন্তুষ্টিই বাঞ্ছনীয় নয়।
শিরোনাম
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ