ভারতের কেরালায় ওয়েনাডে ভূমিধসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিনশো। এখনও নিখোঁজ শতাধিকেরও বেশি। এমন অবস্থায় বিপর্যয় মোকাবেলা করতে শুরু হয়েছে উদ্ধারকাজ। এরই মধ্যে দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।
সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান আল্লু অর্জুন। তিনি লিখেছেন, ভূমিধসে কেরালায় যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।
সামাজিক মাধ্যমে পোস্টের পর আল্লু আর্জুনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তার অনুরাগীরা। অনেকে গর্ববোধ করছেন অভিনেতাকে নিয়ে।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুনের নতুন ছবি 'পুষ্পা টু'। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই ছবির মুক্তি পিছিয়ে গেছে। সূত্রের খবর, পরিচালক সুকুমার এখন সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করতে চাইছেন। যেখানে ভিএফএক্সের গুণ নিয়ে কাজ করা হবে। দর্শক টানতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ