সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তিনজন জেলা প্রশাসককে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে যে ১১ জন উপসচিবকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্তত চারজনই হচ্ছেন সরাসরি বিএনপি মনোভাবাপন্ন কর্মকর্তা। শুধু তাই নয়, এদের গোটা পরিবারের সদস্যরাও একই রাজনৈতিক আদর্শের রাজনীতির সঙ্গে সক্রিয়। এর পাশাপাশি এই চার কর্মকর্তার মধ্যে অন্তত তিনজনের অতীত কর্মকাণ্ড ও সততা নিয়েও নানা অভিযোগ আছে। এমন তথ্যই দিয়েছিল সরকারের একটি গোয়েন্দা সংস্থা। তাদের বৃত্তান্ত তুলে ধরে এই কর্মকর্তাদের মাঠ প্রশাসনে অর্থাৎ ডিসি হিসেবে কোনোভাবেই নিয়োগ না দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আপত্তিতে আমল দেয়নি। গত ২৩ আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ জন উপসচিবকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এদের মধ্যে অর্থ বিভাগের উপসচিব মো. জহির রায়হান, অর্থমন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ মানজারুল মান্নান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব রাব্বী মিয়া সম্পর্কে সরাসরি আপত্তি জানিয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন সম্পর্কেও জানা গেছে একই তথ্য। এদের মধ্যে মো. জহির রায়হানকে কুষ্টিয়া, মোহাম্মদ মানজারুল মান্নানকে রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর শাহিনা খাতুনকে নিয়োগ করা হয়েছে নাটোরের ডিসি। অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়ার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মো. জহির রায়হান সম্পর্কে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিএনপিপন্থি কর্মকর্তা। সরকারের পক্ষে কোনো ঝুঁকি নেবেন না। তার পরিবারের সদস্যরাও বিএনপি মনোভাবাপন্ন। তাকে ডিসি হিসেবে নিয়োগ না করার জন্য আপত্তি জানানো হলো। একইভাবে রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মানজারুল মান্নান সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তা নরসিংদী থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ও ওই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের আপন ভাগ্নে। মানজারুল নিজে ও তার পরিবারের সদস্যরা বিএনপি মনোভাবাপন্ন। এই কর্মকর্তা কর্মক্ষেত্রে ও ব্যাচমেটদের নিকট সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত। তাই তাকে ডিসি হিসেবে নিয়োগ দিতে আপত্তি জানানো হলো। নাটোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শাহিনা আক্তার সম্পর্কে জানা গেছে, তিনিও বিএনপি মনোভাবাপন্ন এবং সুবিধাবাদী কর্মকর্তা।
শিরোনাম
- ‘অ্যাপোলো ১৩’ মিশনের মহাকাশচারী জিম লাভেল আর নেই
- সেনায় গণতন্ত্রে উত্তরণ অপেক্ষায় নির্বাচন
- অস্থিরতায় ফ্ল্যাটের বাজার, রডের দাম নিম্নমুখী
- ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির
- শনিবার থেকে ঢাকায় ভ্যাপসা গরম বাড়তে পারে
- কুমিল্লায় ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত
- ফটিকছড়িতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- কুমিল্লায় ফুল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
- কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
- মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা চেলসি শিবিরে
- জাবির ১৭ হলে ছাত্রদলের কমিটি অনুমোদন
- কাশিমপুর কারাগার থেকে ৩ ফাঁসির আসামির পালানোর চেষ্টা, মামলা
- চবিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, আহত ২ শিক্ষার্থী
- গ্রহণযোগ্য-নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- জননিরাপত্তা নিশ্চিতে নগরীকে আলোকিত করতে হবে: মেয়র শাহাদাত
- রাজধানীতে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক
- কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন হাসিনা : রিজভী
- রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের
- মেলবোর্নে প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
- ফ্লোরিডায় সাড়ে চার হাজার রোগীকে সেবা দিয়ে গ্রেফতার ‘ভুয়া নার্স’
১১ জেলায় নতুন ডিসি, তিনজনকে নিয়ে আপত্তি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর