সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তিনজন জেলা প্রশাসককে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে যে ১১ জন উপসচিবকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্তত চারজনই হচ্ছেন সরাসরি বিএনপি মনোভাবাপন্ন কর্মকর্তা। শুধু তাই নয়, এদের গোটা পরিবারের সদস্যরাও একই রাজনৈতিক আদর্শের রাজনীতির সঙ্গে সক্রিয়। এর পাশাপাশি এই চার কর্মকর্তার মধ্যে অন্তত তিনজনের অতীত কর্মকাণ্ড ও সততা নিয়েও নানা অভিযোগ আছে। এমন তথ্যই দিয়েছিল সরকারের একটি গোয়েন্দা সংস্থা। তাদের বৃত্তান্ত তুলে ধরে এই কর্মকর্তাদের মাঠ প্রশাসনে অর্থাৎ ডিসি হিসেবে কোনোভাবেই নিয়োগ না দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আপত্তিতে আমল দেয়নি। গত ২৩ আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ জন উপসচিবকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এদের মধ্যে অর্থ বিভাগের উপসচিব মো. জহির রায়হান, অর্থমন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ মানজারুল মান্নান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব রাব্বী মিয়া সম্পর্কে সরাসরি আপত্তি জানিয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন সম্পর্কেও জানা গেছে একই তথ্য। এদের মধ্যে মো. জহির রায়হানকে কুষ্টিয়া, মোহাম্মদ মানজারুল মান্নানকে রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর শাহিনা খাতুনকে নিয়োগ করা হয়েছে নাটোরের ডিসি। অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়ার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মো. জহির রায়হান সম্পর্কে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিএনপিপন্থি কর্মকর্তা। সরকারের পক্ষে কোনো ঝুঁকি নেবেন না। তার পরিবারের সদস্যরাও বিএনপি মনোভাবাপন্ন। তাকে ডিসি হিসেবে নিয়োগ না করার জন্য আপত্তি জানানো হলো। একইভাবে রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মানজারুল মান্নান সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তা নরসিংদী থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ও ওই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের আপন ভাগ্নে। মানজারুল নিজে ও তার পরিবারের সদস্যরা বিএনপি মনোভাবাপন্ন। এই কর্মকর্তা কর্মক্ষেত্রে ও ব্যাচমেটদের নিকট সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত। তাই তাকে ডিসি হিসেবে নিয়োগ দিতে আপত্তি জানানো হলো। নাটোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শাহিনা আক্তার সম্পর্কে জানা গেছে, তিনিও বিএনপি মনোভাবাপন্ন এবং সুবিধাবাদী কর্মকর্তা।
শিরোনাম
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে আর্মেনিয়ায় ৬ ধর্মগুরু গ্রেপ্তার
- চীন-তুরস্ক-ফ্রান্স থেকে ১৩২ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া
- যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে: হামাস
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
- ১৩৬ দিন অন্ধকারে থাকবে কানাডার যে এলাকা
- আইসিসিবিতে টেকসই পানি ব্যবস্থাপনা মেলা শুরু
- বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফিরছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি
- সুনামগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফার সমর্থনে মহিলা দলের প্রচার মিছিল
- যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল
- টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ক্ষুব্ধ জনতার আগুন
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর
- রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
- ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যাস্পদ হবেন : ফারুক
- চার দফা দাবিতে মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন
- এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা
- আজ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ
- নারীবান্ধব বিচারবিভাগ প্রতিষ্ঠায় কাঠামোগত প্রতিবন্ধকতা বিদ্যমান : প্রধান বিচারপতি
- পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা