সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তিনজন জেলা প্রশাসককে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে যে ১১ জন উপসচিবকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্তত চারজনই হচ্ছেন সরাসরি বিএনপি মনোভাবাপন্ন কর্মকর্তা। শুধু তাই নয়, এদের গোটা পরিবারের সদস্যরাও একই রাজনৈতিক আদর্শের রাজনীতির সঙ্গে সক্রিয়। এর পাশাপাশি এই চার কর্মকর্তার মধ্যে অন্তত তিনজনের অতীত কর্মকাণ্ড ও সততা নিয়েও নানা অভিযোগ আছে। এমন তথ্যই দিয়েছিল সরকারের একটি গোয়েন্দা সংস্থা। তাদের বৃত্তান্ত তুলে ধরে এই কর্মকর্তাদের মাঠ প্রশাসনে অর্থাৎ ডিসি হিসেবে কোনোভাবেই নিয়োগ না দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আপত্তিতে আমল দেয়নি। গত ২৩ আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ জন উপসচিবকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এদের মধ্যে অর্থ বিভাগের উপসচিব মো. জহির রায়হান, অর্থমন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ মানজারুল মান্নান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব রাব্বী মিয়া সম্পর্কে সরাসরি আপত্তি জানিয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন সম্পর্কেও জানা গেছে একই তথ্য। এদের মধ্যে মো. জহির রায়হানকে কুষ্টিয়া, মোহাম্মদ মানজারুল মান্নানকে রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর শাহিনা খাতুনকে নিয়োগ করা হয়েছে নাটোরের ডিসি। অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়ার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মো. জহির রায়হান সম্পর্কে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিএনপিপন্থি কর্মকর্তা। সরকারের পক্ষে কোনো ঝুঁকি নেবেন না। তার পরিবারের সদস্যরাও বিএনপি মনোভাবাপন্ন। তাকে ডিসি হিসেবে নিয়োগ না করার জন্য আপত্তি জানানো হলো। একইভাবে রাঙামাটির ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মানজারুল মান্নান সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তা নরসিংদী থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ও ওই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের আপন ভাগ্নে। মানজারুল নিজে ও তার পরিবারের সদস্যরা বিএনপি মনোভাবাপন্ন। এই কর্মকর্তা কর্মক্ষেত্রে ও ব্যাচমেটদের নিকট সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত। তাই তাকে ডিসি হিসেবে নিয়োগ দিতে আপত্তি জানানো হলো। নাটোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শাহিনা আক্তার সম্পর্কে জানা গেছে, তিনিও বিএনপি মনোভাবাপন্ন এবং সুবিধাবাদী কর্মকর্তা।
শিরোনাম
- কিউবার প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
- মিটফোর্ডের ঘটনায় কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল: মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি কার্যকর
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
১১ জেলায় নতুন ডিসি, তিনজনকে নিয়ে আপত্তি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর