ভারতের আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠিকে তলব করেছে দিল্লি আদালত। বিজেপি নেতা সুরেশ করমশি নাখুয়া মানহানির মামলা করার তাকে তলব করা হয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ধ্রুব রাঠে তার বিরুদ্ধে ‘হিংসাত্মক ও অবমাননাকর’ ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচার করেছেন বলে অভিযোগ করেছেন নাখুয়া।
সম্প্রতি ধ্রুব রাঠি এক্স এ দেওয়া পোস্টে বলেন, ‘ভারতই একমাত্র দেশ যেখানে পরীক্ষায় না গিয়েও ইউপিএসসি পাশ করা যায়। কিন্তু তার জন্য আপনাকে লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ে হয়ে জন্মাতে হবে। ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লা কোনও পরীক্ষা না দিয়েই ইউপিএসসি পাশ করেছেন। তিনি পেশায় একজন মডেল। মোদি সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে উপহাস করছে।’
এই ঘটনায় মহারাষ্ট্রের নোডাল সাইবার পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তার সপ্তাহখানেক পর মামলা করলেন নাখুয়া। উল্লেখ্য, ২৯ বছর বয়সী ধ্রুব এখন থাকেন জার্মানিতে।
বিডি-প্রতিদিন/শআ