ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের অকুণ্ঠ সমর্থন স্বত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হারাতে ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বুধবার আয়াতুল্লাহ খামেনি নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে হিব্রু ভাষায় দেয়া পোস্টে খামেনি লিখেছেন, ‘প্রতিরোধের শক্তি প্রতিদিন আরও স্পষ্ট হয়ে উঠছে।’
খামেনি আরও লিখেছেন, ‘হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদীদের পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিশাল সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা দাঁড়িয়েছে, কিন্তু তারা তাদের (হামাসকে) নতজানু করতে ব্যর্থ হয়েছে।’
ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজা উপত্যাকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৪০ হাজারের মতো ফিলিস্তিনির প্রাণ গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল