সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের তুলনায় ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এগিয়ে আছেন। এমন তথ্য উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে। এই সমীক্ষাটি সাতটি গুরুত্বপূর্ণ রাজ্যে চালানো হয়। এটি আসন্ন নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জরিপে দেখা গেছে, সামগ্রিকভাবে ট্রাম্প ও হ্যারিস সমর্থনের ক্ষেত্রে সমান অবস্থানে রয়েছেন। তবে হ্যারিস অ্যারিজোনা, জর্জিয়া ও মিশিগানে ২ শতাংশ ব্যবধানে এগিয়ে থাকলেও, ট্রাম্প নেভাদায় ৬ পয়েন্ট ও পেনসিলভানিয়ায় ১ পয়েন্টে এগিয়ে আছেন। উত্তর ক্যারোলাইনা ও উইসকনসিনে তারা সমান সমর্থন পেয়েছেন। সমীক্ষাটি ৬০০ নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত হয় এবং প্রতিটি রাজ্যে ৪ শতাংশ ত্রুটির সীমা রয়েছে।
এই সমীক্ষা আরও দেখিয়েছে, ইউক্রেনের যুদ্ধ পরিচালনায় ট্রাম্প ৫০% থেকে ৩৯% ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইসরায়েল-হামাস সংঘাতের ক্ষেত্রে ট্রাম্প ৪৮% থেকে ৩৩% ব্যবধানে হ্যারিসের চেয়ে এগিয়ে। তবে অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন বেশি থাকলেও, স্বাস্থ্যসেবা, গৃহায়ন এবং জনকল্যাণে হ্যারিসকে বেশি সমর্থন জানিয়েছেন ভোটাররা।
বিডিপ্রতিদিন/কবিরুল