রেলে নিয়োগ বিধি ১৯৮৫ সংশোধন, নিজস্ব ম্যাজিস্ট্রেট, অবৈধ রেল ভূমি উদ্ধার, ট্রাফিক বিভাগে কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাসহ ২৭ দফা দাবিতে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন। এ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বেলা ১১টায় চট্টগ্রাম পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় ডিআরএম বরাবরে বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপিও প্রদান করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে রেলের কর্মচারীরা বিভিন্নভাবে অবহেলিত হয়ে আসছেন। রেলের পরিবহন সেক্টরসহ বিভিন্ন বিভাগে অধিকাংশ পদ শূন্য, উচ্চ ক্ষমতাসম্পন্ন রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করাসহ ২৭টি দাবি নিয়ে শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন বলেন, রেলের কর্মচারীদের ২৭টি দাবি বাস্তবায়নের জন্য বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে কাল। এ সময় ডিআরএমকে স্মারকলিপিও দেওয়া হবে। এ সমাবেশের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের ২৭টি দাবির মধ্যে রেলে নিয়োগবিধি ১৯৮৫ সংশোধন, রেলের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেল ভূমি উদ্ধার, রেলওয়ে বোর্ডের মাধ্যমে রেল পরিচালনা করা, স্টেশন মাস্টার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদায় উন্নীত করে বেতন স্কেল নির্ধারণ, পি. ম্যান নিয়োগে ৫০ শতাংশ সরাসরি নিয়োগ, পি. ম্যানদের শান্টিং এলাউন্স, নাইট এলাউন্স এবং ঝুঁকিপূর্ণ ভাতা প্রদান, ট্রাফিক বিভাগে বেতন বৈষম্য দূর, ট্রাফিকে মানসম্মত পোশাক সরবরাহ, বন্দর কর্তৃপক্ষ রেল ভূমি দখল উদ্ধার, সব বন্ধ স্টেশন চালু করা, পরিবহন বিভাগের কর্মচারীদের ওভারটাইম চালু করা, আবাসন সুবিধা দেওয়া, নিয়মবহির্ভূত বাসা বরাদ্দ বন্ধ করা, রেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, রেলের অবৈধ বস্তি উচ্ছেদ, টিকিট কালোবাজারি বন্ধ করা, দোহাজারী রেললাইন সম্প্রসারণ, বিদ্যুৎ বিভাগে ডিজিটাল মিটারের নামে কর্মচারীদের হয়রানি বন্ধ করা উল্লেখযোগ্য।
শিরোনাম
- ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণ পছন্দ হয়নি কুকের
- কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু পিরলোর
- ৪০ বছর পূর্তিতে কানাডা যাচ্ছে ‘ওয়ারফেজ’
- ক্ষুদ্র ব্যবসার অগ্রযাত্রায় ৫ বাধা
- ‘প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষ দেবেন না’, বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ জুলাই)
- ডিএমপির শাহআলী থানায় নতুন ওসি
- সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
- রিমান্ড শেষে আবুল বারকাত কারাগারে
- ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ
- 'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'
- কী আছে জুলাই সনদে
- জুলাইয়ের ২৭ দিনে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়াল
- গণঅভ্যুত্থানে হত্যাসহ ১৫ মামলার চার্জশিট দিল পুলিশ
- কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক
- কেউ যাতে রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে ফেলতে না পারে : জোনায়েদ সাকি
- চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে খানসামায় মানববন্ধন
- চাঁদপুরে স্ত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- আদালতের নির্দেশে যুবকের লাশ কবর থেকে উত্তোলন
নিয়োগ বিধি সংশোধনসহ ২৭ দফা দাবি
আন্দোলনে যাচ্ছে রেলের শ্রমিক-কর্মচারিরা
সাইদুল ই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর