গভীরসমুদ্রে ভাসছিল শতাধিক রোহিঙ্গাকে বহন করা ট্রলার। উদ্দেশ্য অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা। ঝুঁকি নিয়েও সে স্বপ্নপূরণ হলো না। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালেশিয়া যাওয়া শতাধিক নারী-পুরুষকে ইনানী সমুদ্র সৈকতে নামিয়ে পালিয়েছে মানব পাচারে জড়িত দালালরা। জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে গতকাল সকালে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৪টার দিকে শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেড়িয়ে লোকালয়ের দিকে আসতে দেখে পাশের কোস্টগার্ড স্টেশনে খবর দেন। এলাকাবাসী জানান, কোস্টগার্ড স্টেশনে খবর দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। এ সুযোগে কমপক্ষে ৬০-৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যান।
পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তীরে অবস্থানরত ২৬ রোহিঙ্গাকে আটক করে। তাদের কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়েছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে।