ইউসিবি-গণ বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং গণ বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। চুক্তির আওতায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহ এবং ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সেবা প্রদান করবে ইউসিবি। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রাণ ডেইরি ও এসিডিআই/ভোকার চুক্তি
দক্ষিণাঞ্চলে দুগ্ধ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে আবারও চুক্তি স্বাক্ষর করেছে প্রাণ ডেইরি লিমিটেড ও যুক্তরাষ্ট্র্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা। দাতা সংস্থা ইউএসএইড’র অর্থায়নে এসিডিআই/ভোকা পরিচালিত ‘বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় দুগ্ধ খাতের উন্নয়নে কাজ করতে এটি দুই পক্ষের মধ্যে দ্বিতীয় অংশীদারিত্ব। সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ গ্রুপের এমডি ইলিয়াছ মৃধা ও প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ নুরুল আমিন সিদ্দিকী। চুক্তির আওতায় প্রাণ ডেইরি দক্ষিণাঞ্চলে নিরাপদ দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামার ব্যবস্থাপনার ওপর খামারিদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ ও বিপণনসহ দুগ্ধ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে।
ইবিএল-মার্স অ্যাপারেলস পে-রোল ব্যাংকিং চুক্তি
মার্স অ্যাপারেলসের চট্টগ্রাম কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মহসীন আহমেদ এবং ইস্টার্ন ব্যাংকের ডিএমডি এম. খোরশেদ আনোয়ার একটি পে-রোল ব্যাংকিং চুক্তি সই করেন। ফলে মার্স অ্যাপারেলসের এমপ্লয়িরা ইস্টার্ন ব্যাংক থেকে পে-রোল ব্যাংকিং সেবার অধীনে বিভিন্ন সুবিধা পাবেন। অনুষ্ঠানে ইবিএল কর্পোরেট ব্যবসা প্রধান সঞ্জয় দাস, কর্পোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ নাসির উদ্দীন, পে-রোল ব্যাংকিং প্রধান ত্রিশা তাকলীম এবং মার্স অ্যাপারেলসের এজিএম কবীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি