স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতি পালন করা পুলিশ সদস্যদের সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে। তারা এমন কোনও দাবি করেনি যা মেনে নেওয়ার মতো নয়। হয়তো কিছু দাবি পূরণ করতে একটু সময় লাগবে, কেননা সেগুলোর ক্ষেত্রে টাকা-পয়সার ব্যাপার আছে। তবে অধিকাংশ দাবিই তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হবে।
রবিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সচিবালয় থেকে পুলিশ সদস্যদের কাজে যোগদানের জন্য একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সেই তারিখের মধ্যে তারা কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে তারা আসছে না।
তিনি আরও বলেন, আমার কাছে অনেক মেকানিজম আছে। সাত দিনের মধ্যে বিকল্প ব্যবস্থা করা হবে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা খুবই ভাল করছে। এজন্য যেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। এই সার্টিফিকেট থেকে তারা যাতে কর্মজীবনে বিশেষ করে চাকরির ক্ষেত্রে উপকৃত হতে পারে।
বিডি প্রতিদিন/একেএ