রাষ্ট্র সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে অবাধ-সুষ্ঠু জাতীয় নির্বাচনের পক্ষে গণফোরাম বলে জানিয়েছে দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
এর আগে বিকালে পৌনে ৩টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে সংলাপে অংশ নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।
বিডি প্রতিদিন/আরাফাত