বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল গত মাসে জয় করেছেন ইউরো কাপ। মাত্র ১৭ বছরেই তারকাখ্যাতি পেয়ে গেছেন তিনি। স্পেনের ইউরো কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ তরুণ তারকা। এবার বার্সেলোনার জার্সিতেও কি নাম কুড়াতে পারবেন! আজ স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে নিজেদের মিশন শুরু করছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে মেস্তায়া স্টেডিয়ামে যাবে কাতালানরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত ১৬ ম্যাচে কেবল একটা ম্যাচই হেরেছে। জয় করেছে ১০ ম্যাচ। ৫ বার ড্র করেছে দুই দল। আজও ফেবারিট হিসেবেই খেলতে নামবে বার্সেলোনা। এ লড়াইয়ে নতুন লামিন ইয়ামালকে পাচ্ছে কাতালানরা। দুই মৌসুম আগেই অভিষেক হয়েছে এ স্প্যানিশ তরুণের। বার্সেলোনার জার্সিতে ৩৮ ম্যাচ খেলে ৫টি গোলও করেছেন। তার মধ্যে অনেকেই বড় তারকা হওয়ার গুণ দেখছেন। লামিন ইয়ামাল এরই মধ্যে একবার লা লিগার শিরোপা জয় করেছেন। কিছুদিন আগে জয় করলেন ইউরো কাপ। চলতি মৌসুমটা বেশ গুরুত্বপূর্ণ কাতালান ক্লাবটির জন্য। রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শক্তি বাড়িয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। লামিন ইয়ামালরা কি এমবাপ্পেদের সামনে টিকে থাকতে পারবেন!