কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা বিভাগের একটি ফুটবল মাঠে ড্রোন হামলায় এক শিশুসহ ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ হামলা হয় বলে বুধবার জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা।
কাউকার আর্মি স্পেসিফিক কমান্ডের প্রধান জেনারেল ফেদেরিকো মেহিয়া জানিয়েছেন, আর্জেলিয়া শহরের এল প্লেতেদো জেলায় কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী বিপ্লবী সশস্ত্র বাহিনীর ভিন্নমতাবলম্বীরা এই হামলা চালিয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘মাঠে হামলার আগে যেখানে শিশুরা খেলছিল, সেখানে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে সেনাবাহিনীর ওপর ১৩টি হামলা চালানো হয়।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ফুটবল মাঠের পশ্চিম দিকের একটি বাড়ি থেকে ওড়ানো শেষ ড্রোনটি মাঠে একটি বিস্ফোরক ডিভাইস ফেলে। এরপর তা বিস্ফোরিত হলে বেশ কয়েকজন হতাহত হয়।’
হতাহতের মোট সংখ্যা প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘গেরিলা-বিরোধী সামরিক অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/শআ