হায়দরাবাদে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শনিবার বাংলাদেশকে ১৩৩ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতে জিতে তাদের হোয়াইটওয়াশ করেছে ভারত।
এমন হারের জন্য দলের বোলার ও টপ অর্ডার ব্যাটারদের দায় দিয়েছেন ম্যাচটিতে সফরকারীদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রান করা তাওহীদ হৃদয়। কেবল তাই নয়, পুরো সিরিজেই বাংলাদেশ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং–সব জায়গাতেই দুর্বলতা দেখিয়েছে বলে দাবি তার। একইসঙ্গে ভারতকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি হৃদয় নিজেদের বেশকিছু উন্নতিরও তাগিদ দিয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তরুণ এই ব্যাটার বলেন, ‘সত্যি কথা বলতে, খুবই ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ভালো বোলিং করিনি। আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারি। আশা করি আমরা সেটা করতে পারব। আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে। আমাদের কিছু জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম।’
পুরো সিরিজেই চূড়ান্ত ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। আগের দুই ম্যাচে দলীয় স্কোর ছিল ১২৭ ও ১৩৫ রান। তৃতীয় ম্যাচে সেটি উঠেছে ১৬৫–এ, তবে সেটি যে রানবন্যা তাড়ায় কিছুই নয় সেটি বলার অপেক্ষা রাখে না। সিরিজজুড়ে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হৃদয় বলেন, ‘দেখুন, প্রতিটা দলেই টপ অর্ডার থেকে রান হয়। সেখানে রান এলে ইনিংস বড় হয় স্বাভাবিকভাবেই। টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির। এই সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা করতে পারব।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ