মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে রোবট কুকুরের ওপর এআই নিয়ন্ত্রিত রাইফেল রেখে পরীক্ষা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গণমাধ্যম পরিষেবা ‘ডিফেন্স ভিজ্যুয়াল ইনফর্মেশন ডিস্ট্রিবিউশন সার্ভিস (ডিভিডস) প্রচার করা ছবিতে এই তথ্য সামনে এসেছে। যাতে দেখা যায়, একটি চার পায়া রোবট সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি মরু অঞ্চল ‘রেড স্যান্ড ডিউন্স’-এ বন্দুক নিয়ে ‘রিহার্সাল’ করছে। যেখানে একটি যৌথ সামরিক গবেষণাগারও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
এই চার পায়া রোবটের ওপরে থাকা ঘূর্ণায়মান বুরুজে একটি ‘এআর-১৫/এম১৬’ শ্রেণির রাইফেল বসানো ছিল। আগস্টে নিউইয়র্কের ফোর্ট ড্রাম এলাকায় মার্কিন সামরিক বাহিনীর পরীক্ষা করা রোবট সিস্টেমটির সঙ্গে যার মিল রয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এ রোবট কুকুরকে চার পায়া চালকবিহীন স্থলযান (ইউজিভি) হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে। যেটি মানুষের কোনো রকম সহায়তা ছাড়াই চলাচল করতে সক্ষম। এআই নিয়ন্ত্রিত রাইফেল বসানো থাকায় এটি স্বয়ংক্রিয়ভাবে হামলাও করতে পারবে। এর মাধ্যমে মানুষের সহায়তা ছাড়াই বিভিন্ন কাজ করতে পারে এটি।
সামরিক বাহিনীবিষয়ক সংবাদের সাইট ‘মিলিটারি ডটকম’-এর তথ্য অনুসারে, এ স্বয়ংক্রিয় সিস্টেমটি নিয়ে গত মাসে রেড স্যান্ডস-এ পরীক্ষা করেছে মার্কিন সামরিক বাহিনী। সে সময় আরও ১৫টি ‘কাউন্টার ড্রোন প্ল্যাটফর্ম’ নিয়েও পরীক্ষা করেছে তারা। রোবট কুকুরের ধারণাটি প্রথম নিয়ে এসেছিল মার্কিন রোবটিকস কোম্পানি বস্টন ডাইনামিকস, যেখানে কোম্পানিটি নাসা এবং যুক্তরাষ্ট্রের ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস (ডারপা)’র সঙ্গে যৌথভাবে নিজেদের প্রথম চার পায়া রোবটের প্রোটটাইপ ‘বিগডগ’ উন্মোচন করেছিল ২০০৫ সালে।
বিডি প্রতিদিন/নাজমুল