রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সিভিতে প্রাসঙ্গিক অভিজ্ঞতা তুলে ধরুন

চাকরির খোঁজ ডেস্ক

সিভিতে উল্লেখিত অভিজ্ঞতা যেন প্রাসঙ্গিক হয়। অসামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য যেন সিভিতে না থাকে। যে জবের জন্য সিভি তৈরি করছেন তার সঙ্গে সংগতি রেখে অভিজ্ঞতাগুলো সাজিয়ে লিখুন। জব চাহিদার সঙ্গে মিল রেখে আপনার অভিজ্ঞতার ঝুলিকে সুন্দরভাবে উপস্থাপন করুন। অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন অভিজ্ঞতা ছেঁটে ফেলুন।

অযথা কোনো বিশেষণ দিয়ে সিভির কলেবর বড় না করে এড়িয়ে যাওয়াই ভালো। তবে উৎসর্গ, জবাবদিহিতা, লক্ষ্যমাত্রা নির্ধারণী, অর্জন ইত্যাদি বিষয়গুলোর প্রতি জোর দিন।

কর্মজীবনে আপনার বিশেষ কোনো অর্জন থাকলে তা তুলে ধরতে পারেন। এ ছাড়া সব সময় চেষ্টা করবেন সংক্ষিপ্ত ও অর্থবহ সিভি তৈরি করতে।

সর্বশেষ খবর