দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করেছে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখা।
সোমবার সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে কালুপুকুর শিশু শিক্ষা কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. তুরাগ খান। সেমিনারে বক্তব্য দেন কালুপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রবিন হাঁসদা।
তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এখনো অনেকে বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। আপনাদের মাধ্যমেই ঘোড়াঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক ছেলেমেয়েরা শিখতে পারছে, তারাও এতে উপকৃত হচ্ছে। এবার প্রথম আমার এলাকায় ও স্কুলে এ ধরনের কোনো সেমিনার অনুষ্ঠিত হলো।
তিনি আরও বলেন, অনেক মেয়র, চেয়ারম্যান ক্ষমতায় থাকলেও কখনো এ ধরনের সচেতনতামূলক সেমিনার আগে অনুষ্ঠিত হয়নি। সচেতনতামূলক সেমিনার করায় আমি বসুন্ধরা শুভসংঘের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এ সময় বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মো. আফ্রিদি কবির রাকা, সাধারণ সম্পাদক মো. কাওছার হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন সরেন, ক্রীড়া সম্পাদক রিদয় বাস্কে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিপ্লব মার্ডি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টমাস আলফা, নারী বিষয়ক সম্পাদক এস্ট্রেলা হাঁসদাসহ সদস্য অনন্ত হেমব্রম, আলবেনুসসহ কালুপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ইই