চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কর্মশালার ৬০ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলে, পলিথিন কীভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে সেটি আজ জানতে পারলাম। আজ থেকে পলিথিন ব্যবহারে আমরা নিজেরা যেমন সচেতন হবো, তেমনি আমাদের পরিবারের সবাইকে সচেতন করব। ধন্যবাদ বসুন্ধরা শুভসংঘকে আমাদের সচেতন করার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ বন্ধু মো. মারুফ, মো. এসপি সাকিব, মো. আরিফ, মো. শওকত উদ্দীন, মো. চৌধুরী সাইফুল, সুজন পাল, মো. ইমন ও মো. ফরহাদ রাফি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, শুভসংঘের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা আজ পলিথিন ব্যবহারে পরিবেশের কী ধরনের ক্ষতি হয়, সেটি সম্পর্কে জেনেছে। আশা করি শুভসংঘ পরবর্তী সময়ে তাদের ভালো কাজের ধারা অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/ইই