গাছপালা রক্ষা ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বরগুনার বেতাগীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বিদ্যালয়ের মাঠের চারপাশে আম, পেয়ারা, আমলকী, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব ও পলিথিন ব্যাগ বর্জন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা সভাপতি কামাল হোসেন খান, উপদেষ্টা ও কালের কন্ঠ'র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সহকারী শিক্ষক আল আমিন, ওমর ফারুক, ফাইজুর রহমান, আল মামুন, সাবিনা ইয়াসমিন, কমলেশ চন্দ্র শীল, বশির আহমেদ, সহকারী গ্রন্থগারিক আয়শা সিদ্দিকা, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান, বিদ্যালয়ের কর্মচারী স্বপন সিকদার, আব্দুল আজিজ, রিনা রানী, শিক্ষার্থী রাকিবুল হাসান, সুমাইয়া আক্তার, ঝুমা ঘরামী, বর্ন হাওলাদার ও অশোক শিয়ালী প্রমুখ।
এসময় উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন খান বলেন, পরিবেশ প্রকৃতি জীব বৈচিত্র্য একে অপরের সঙ্গে নিবিড় ভাবে সম্পৃক্ত। মানুষের বেঁচে থাকতে গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের ফলে ক্রমেই গাছপালার সংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রভাবে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, অকল্পনীয় হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা।
প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, 'পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য করে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা আজ যে বড় গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করি তা আমাদের লাগানো গাছ নয়। তাই আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে এখনই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।'
তিনি আরও বলেন, 'বসুন্ধরা শুভসংঘের এই আয়োজনে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধে বিষয় শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা পেয়েছে।'
বিডি প্রতিদিন/মুসা