সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন। এখানে একটিমাত্র সরকারি স্কুল আছে। দক্ষিণ চরবোরহান থেকে সরকারি স্কুল অনেক দূরে। ভালো রাস্তা বা যোগাযোগ মাধ্যম নেই।
বর্ষা মৌসুমে এখানকার শিশুরা ঘরেই থাকে। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। তাই এসব পরিবারের শিশুরা ছেলে হোক বা মেয়ে হোক, মা-বাবার সঙ্গে নদীতে মাছ শিকার করতে যায়। পড়াশোনা এখানকার শিশু বা তাদের পরিবারের মধ্যে প্রাধান্য পায় না।
বসুন্ধরা শুভসংঘ এক বছর আগে এখানে স্কুল প্রতিষ্ঠা করে। আমি বসুন্ধরা শুভসংঘ স্কুলের একজন গর্বিত কর্মী। কারণ এই গ্রামের শিশুদের শিক্ষাদান করতে পারছি। শিশুদের মনোভাব বুঝে ওদের সঙ্গে মিশতে হয়।
ওদের মতো করেই পাঠদান করতে হয়, যা আমার কাছে নতুন এক অভিজ্ঞতা। আর এটি করছি সম্পূর্ণ মনের টানেই। আগে এখানকার শিশুদের সকাল হলেই মাঠে বা নৌকায় দেখা যেত। আর এখন তারা ড্রেস পরে স্কুলে আসে। একসঙ্গে সবাই যখন স্কুলে আসে, এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখে।
অনেকে শিশুদের স্কুলে আসতে সহযোগিতা করে। এলাকার মানুষ মাঝেমধ্যে এসে খোঁজখবর নেয়। ক্লাস চলাকালে অভিভাবকদের আনাগোনায় মুখরিত থাকে স্কুল প্রাঙ্গণ।