ঢাকা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালে যেসব ক্রীড়া ব্যক্তিত্ব দেশের বিজয় ছিনিয়ে এনেছিলেন আজকের টুর্নামেন্টটি তাদের স্মরণে উৎসর্গ করা হয়েছে।
ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব, সহ-সভাপতি আরিয়ান ফয়সাল, সহ-সভাপতি হাসানুল বান্নাহ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দফতর সম্পাদক ইউসুফ আবদুল্লাহ, প্রচার সম্পাদক মিরাজ বেপারি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, মৃদুল মাহমুদ ও আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি আরিয়ান ফয়সাল বলেন, শহীদদের স্মৃতিচারণে আমাদের এই আয়োজন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের হটিয়ে যেসব ক্রীড়া ব্যক্তিত্ব দেশের বিজয় ছিনিয়ে এনেছিলেন, আজকের টুর্নামেন্ট তাদের স্মরণে উৎসর্গ করছি।
সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরবময় অর্জন। বিজয়ের মাসে আমাদের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
বিডি প্রতিদিন/কেএ