রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত শুভসংঘ স্কুল ক্যাম্পাস-২ এর ১ম থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টায় শিক্ষার্থীরা এ উৎসবে যোগ দেয়।
এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক সেলিনা আক্তার, সাবিনা ইয়াসমিন, তানিয়া আক্তার, তানিয়া ইসলাম ও বিথি আক্তার।
শিক্ষকরা বলেন, আজ শিক্ষার্থীদের জন্য একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের দিন। সারা বছর স্নেহ- যত্ন-আদরে আমরা শিশুদের মেধার বিকাশে কাজ করি। নতুন বছরে নব উদ্যোমে শিশুদের জন্য আমরা কাজ করে যাবো। কোন শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। বসুন্ধরা শুভসংঘ সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের পাশে আছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিক্ষকদের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে গান, নাচ, নাটিকা এবং আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
খাবার পর্বেও ছিল মজার আয়োজন। উৎসবের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উপহারের দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমএস