চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা। এ নিয়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সার্ভিসের যানবাহন নিরাপদে পার করে দেন আন্দোলনকারীরা।
এ সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার করে ১০ ভাগে নামিয়ে আনাসহ ৫ দফা দাবি জানান। একই সাথে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহারসহ তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকারের কাছ থেকে অনতিবিলম্বে কোটা পদ্ধতি সংস্কারের সু-স্পষ্ট ঘোষণা দাবি করেন।
প্রখর রোদে মহাসড়কে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, চাকরি নয়তো বুলেট দে’সহ দাবির স্বপক্ষে মুর্হূমুর্হূ শ্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস এবং পরীক্ষার হলে ফিরে না যাওয়ারও ঘোষণা দেন তারা।
সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে প্রথমে দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ রাখার ঘোষণা দিলেও পরবর্তীতে দুপুর আড়াইটার পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে জানজট লাঘবে সাময়িক সময়ের জন্য মহাসড়ক অবরোধ তুলে নেন তারা।
চাকরিতে কোটা সংস্কার সংক্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলন কমিটির আহ্বায়ক আল আমিন জানান, তারা শুনতে পেয়েছেন আন্দোলনের পক্ষে ভালো খবর আসছে। এছাড়া যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের জন্য তারা সাময়িক সময়ের জন্য অবরোধ তুলে নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবির স্বপক্ষে সরকারের পক্ষ থেকে সু-স্পষ্ট ঘোষণা না আসলে আবারও যে কোন সময় মহাসড়ক অবরোধসহ আন্দোলনের কথা বলেন তিনি।
অবরোধ পয়েন্টে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। পুলিশও যথেষ্ট সহনশীলতা এবং সহানুভূতির পরিচয় দিয়েছে। মহাসড়ক অবরোধের ফলে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা হয়েছে। সরকার বিষটি গুরুত্বের সাথে দেখছে। দ্রুতই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যতে পারবে বলে তিনি আশা করেন।
অপরদিকে, একই দাবিতে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বরিশাল বিএম কলেজ এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/মাহবুব