জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) অর্থ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের লিঁয়াজো কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অর্থ কমিটির সভাপতি অধ্যাপক ড. সামসুদ্দিন আহমেদ।
এ সময় কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব মফিজ উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যুগ্ম-সচিব শামীম আল রাজি, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মহিউদ্দিন মোল্লা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মো. কামাল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম