২৩ জুন, ২০১৯ ১০:০৯

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ নবীনদের ওরিয়েন্টেশন

অনলাইন ডেস্ক

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ নবীনদের ওরিয়েন্টেশন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিবিএ’র সামার-২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করেছে। ২২ জুন ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মো. মাহফুজুল ইসলাম। নতুন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজনেস অনুষদের ডিন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস স্কুলের প্রধান এস. এম. আরিফুজ্জামান এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিভার্সিটির হেড অব স্টুডেন্ট ওয়েলফেয়ার ও বিজনেস স্কুলের এ্যাসিসটেন্ট প্রফেসর জনাব মো. লাতিফুল খাবির।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাহাউদ্দিন মোহাম্মদ ঈছা, স্কুল অব সায়েন্স এর ডিন ড. মো. শাহরুখ আদনান খান, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের প্রধান ড. এম. মামুন আল বশির, ন্যাচারাল সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ওয়ালিদ বিন কাদের, বিজনেস স্কুলের এ্যাসিসটেন্ট প্রফেসর মোস্তাকিম আল ইসলাম, লেকচারার মো. সাহাবুদ্দীন ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর