শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে ঢুকতেই এক কিলোমিটার সোজা রাস্তা। ৩২০ একরের ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ এই এক কিলো রাস্তা। এবার এই এক কিলো রাস্তার দুই পাশে শিক্ষার্থীদের বসার জন্য তৈরি করা হবে যাত্রীছাউনি। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় এমনটাই বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য আরো বলেন, এক কিলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের বড় একটি অংশ। তাই এক কিলোর সৌন্দর্যবর্ধনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খুব শিগগরিই নতুন ডিজাইনে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট ও গোল চত্বর তৈরি করা হবে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ স্থাপিত হবে।
এবারের বাজেটে গোলচত্ত্বর মেরামত বাবদ ৩০ লাখ ও ক্যাম্পাসে বসার ব্যবস্থাকরণ বাবদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ, শাবিতে ২০১৯-২০ অর্থ বছরে মোট ১৩৯ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল