২৪ জুন, ২০১৯ ২১:৩৮

কাল ঢাবিতে কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কাল ঢাবিতে কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম

আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহযোগিতায় এবং ইন্টারন্যাশনাল এন্ড ইউনিক ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে অনুষ্ঠানটি বিকেল ৩ টায় শুরু হবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানিয়েছেন ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার। 

ডাকসুর তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে ঢাবির পক্ষে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, মাইম এ্যাকশান, ব্যান্ড সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ও বিএকে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আলী ইমাম মাহদির তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন নৌ পরিবহন সচিব মো. আব্দুস সামাদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর