জুলাইয়ের ৩০ তারিখের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন এবং নভেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশনের পূর্বে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা যেহেতু কথা দিয়েছি সেহেতু নির্বাচনটা করবো। এর আগে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের কথা দিয়েছিলাম। সেটি করেছি। সুতরাং এটাও করবো। তোমাদেরকেও আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। নভেম্বরের মধ্যে নির্বাচন হবে। ৩০ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। কমিশন সব পর্যালোচনা করবেন। তথ্য হালনাগাদ করবেন। কোনো কিছুর পুনর্মূল্যায়নের প্রয়োজন হলে সেটিও করবেন। এগুলোর ভিত্তিতে নির্বাচন কমিশনই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। লক্ষ্য একটাই ছাত্র প্রতিনিধিত্ব ফিরিয়ে আনা।’
এ ঘোষণা দেওয়ার আগে বিকেল ৩টা থেকে কোনো ‘ছাত্র প্রতিনিধি ছাড়া’ সিনেট অধিবেশনের প্রতিবাদে পুরাতন রেজিস্ট্রার ভবনের ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেল ৪টার দিকে সিনেটররা সিনেট অধিবেশনে যেতে চাইলে আন্দোলনকারীরা তাদের কাছে জাকসু নির্বাচনের জন্য কথা বলার অনুরোধ জানান। এসময় উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ আরও কয়েকজন সিনেটর উপস্থিত ছিলেন। এসময় সিনেটররা তাদের দাবির পক্ষে কথা বলার আশ্বাস দেন। পরে তারা অবস্থান ছেড়ে দিয়ে জাকসুর দাবিতে পুরাতন রেজিস্ট্রার ভবন থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন।
কর্মসূচির এক পর্যায়ে উপাচার্য আগ্রহ প্রকাশ করলে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ সভাপতি উপাচার্যের কার্যালয়ে দাবি নিয়ে যান। সেখানে ছাত্র সংগঠনের নেতারা জুলাইয়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায়। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জাকসু নির্বাচন নিয়ে এই ঘোষণা দেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল। ফলে দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে বন্ধ রয়েছে জাকসুর ছাত্র প্রতিনিধিত্ব।
বিডি প্রতিদিন/হিমেল