বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর সদ্য যোগদানকৃত উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস আমরীন রাখী, একাডোমিক কাউন্সিলের সদস্য প্রফেসর মো. হানিফ এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।
নতুন যোগদানকৃত উপাচার্যের সংবর্ধনা উপলক্ষে প্রথমে আলোচনা সভা এবং পরে সাংস্কৃতিক অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল