যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের যৌন হয়রানির ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক। আজ আমার এক বোন যৌন হয়রানির শিকার হয়েছে, কাল আমরা হব না এর নিশ্চয়তা কি? এ ধরনের নিচু মানসিকতার মানুষদের জন্য সব সময় লাঞ্ছিত হয়ে আসছে মেয়েরা। শুধু আজ নয়, এর আগেও এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে বহুবার ঘটলেও এর কোন সুষ্ঠু বিচার আমরা পাইনি। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। প্রশানের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থী খুর্শিদ রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় বিভাগের সকল ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে, গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার ৪র্থ বর্ষ এবং ২য় বর্ষের দুই শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্ত করার লিখিত এবং মৌখিক অভিযোগ করেন।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৯/মাহবুব