জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের জন্য নতুন ৫টি আবাসিক হলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম রবিবার বিকেলে হলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপাচার্য বলেন, ‘হলগুলোর মধ্যে ৩টি ছাত্রদের এবং ২টি ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে। ছাত্রীদের আরও একটি হল তৈরির কথা থাকলেও তার অনুমোদন এখনো হয়নি। দশ তলা বিশিষ্ট প্রত্যেকটি হল হবে এক হাজার শিক্ষার্থীর আবাসিক ধারণ ক্ষমতা সম্পন্ন।’
হলগুলোর নির্মাণ কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কমচারীসহ বিশেষ করে শিক্ষার্থীদের সহযোগিতা আহ্বান করে উপাচার্য বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর মাসে এসব হলের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।’ ছাত্রদের ৩টি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন এলাকায়। আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দক্ষিণ পাশে ছাত্রীদের ২টি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিসার, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৯/মাহবুব