আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাসে অনশন ভেঙেছেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতৃবৃন্দ। সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি রাজু ভাষ্কর্যে পদবঞ্চিত নেতাদের সাথে দেখা করে তাদের অনশন ভাঙান।
জানা যায়, ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া ‘বিতর্কিত’দের বহিষ্কার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতসহ চার দফা দাবিতে রাজু ভাষ্কর্যে তিনদিন যাবত অনশন করছিলেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। তবে দাবিপূরণের আশ্বাস নিয়ে কেউ তাদের সাথে দেখা করেননি। সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের অনশন ভাঙাতে আওয়ামী নেত্রী এবং ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপিকে পাঠান। তিনি পদবঞ্চিত নেতাদের সাথে কথা বলে তাদের দাবি-দাওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন। পরে তিনি অনশনকারী নেতাদের পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান। পরে রাত সোয়া ৮টার দিয়ে দাবি-দাওয়ার বিষয়ে কথা বলতে ধানমন্ডির আওয়ামী কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন তারা। সেখানে পদবঞ্চিত নেতারা ওবায়দুল কাদেরের সাথে আলোচনা করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর তাতে বিতর্কিত নেতাদের স্থান দেওয়ার অভিযোগ উঠে। এই নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন এবং টিএসসিতে আলোচনা করতে গিয়ে মারধরের শিকার হন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া কয়েক ডজন নেতা। এরপর দুই দফা অবস্থান কর্মসূচির পর গত শুক্রবার দুপুর থেকে আমরণ অনশনে বসেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। সোমবার পর্যন্ত অনশনের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনজন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম