বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির প্রথম জাতীয় সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। সকালে সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
সম্মেলন সামনে রেখে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান মিয়া, প্রচার কমিটির সদস্য অধ্যাপক আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক ড. হারুন রশিদ, সহকারি অধ্যাপক মিসেস মন্দিরা চৌধুরী, রিফাত-ই রুবাইয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে উদ্বোধনী পর্ব ও সম্মেলন শুরু হবে। বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির এই সম্মেলন দু’টি পর্বে সাজানো হয়েছে। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তৃতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া।
দ্বিতীয় পর্বটি রাখা হয়েছে প্রবন্ধ উপস্থাপন পর্ব হিসেবে। এই পর্বে তিনটি পৃথক অধিবেশনে বাংলাদেশ দর্শন, প্রায়োগিক দর্শন এবং অন্যান্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের বরেণ্য দার্শনিক, একাডেমিশিয়ান ও গবেষকরা। এতে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দর্শন অনুরাগীরা অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৯/মাহবুব