ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, কর্মীরাই সকল শক্তির মূল উৎস ও ছাত্রলীগের প্রাণ। শাবি ছাত্রলীগের কর্মীরা যেহেতু সম্মেলন চাচ্ছে, তাই আমরা চেষ্টা করছি খুব শিগগিরই সম্মেলন দেয়ার ।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবি শাখা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাবি শাখা ছাত্রলীগের সভাপতি রহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চলনায় তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হলে প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে একজন মেধাবী শিক্ষার্থী হতে হবে। এসময় তিনি বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৪ সালের ৮ মে বর্তমান শাখা ছাত্রলীগ কমিটির মেয়াদ শেষ হয়। পরবর্তী পাঁচ বছরে একবার কর্মী সমাবেশ হলেও কোন সম্মেলন হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার