হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ই-জার্নালস ও ই-বুকস শাখার কম্পিউটারগুলোর মধ্যে একটিও ব্যবহারের উপযোগী নয় বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডিজিটাল বাংলাদেশ ও তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে কলেজ, বিশ্ববিদ্যালসহ সর্বত্র ইন্টারনেট ও কম্পিউটার সেবা পৌঁছে দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের গবেষণা ও পড়ালেখার সুবিধায় হাবিপ্রবি’র কেন্দ্রীয় লাইব্রেরীতে প্রতিষ্ঠা করা হয় ই-জার্নালস ও ই-বুকস শাখা। কিন্তু শিক্ষার্থীরা বর্তমানে কম্পিউটারগুলো ব্যবহার করতে পারছে না।
এ ব্যাপারে হাবিপ্রবি’র গ্রন্থাগারিক মো. আলাউদ্দিন খান জানান, দীর্ঘদিন ধরে ব্যবহার না করায় বর্তমানে এ শাখার ১৫টি কম্পিউটারই ব্যবহার করা যাচ্ছে না। তবে কম্পিউটারগুলো একেবারে নষ্ট হয়েছে তা নয়। নতুনভাবে উইন্ডোজ (অপারেটিং সিস্টেম) দিলেই কম্পিউটারগুলো আবারও ব্যবহার উপযোগী হবে।
এ শাখায় ছাত্রছাত্রীদের উপস্থিতি কম বলেও জানান তিনি। মো. আলাউদ্দিন খান আরও বলেন, এরই মধ্যে ই-জার্নালস ও ই-বুকস শাখার সমস্যার কথা আমরা বিশ্ববিদ্যালয়ের আইটি সেলে জানিয়েছি। আশাকরি এক সপ্তাহের মধ্যে ই-জার্নালস ও ই-বুকস শাখার সমস্যা সমাধান হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম