পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বিরোধী অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, অধ্যাপক প্রতাপ কুমার ঘোষ, মো. মর্তুজা আহমেদ, সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল। মানববন্ধনটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. এনামুল কবীর।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণয়ন করা হয়েছে। ওই নীতিমালাটি অসঙ্গতিপূর্ণ, অযৌক্তিক ও গবেষণার মান উন্নয়নে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন