পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত নীতিমালাকে ‘অগ্রহণযোগ্য’ দাবি করে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ব শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর থেকে বৈশাখী চত্বর পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় শিক্ষকরা বলেন, ইউজিসির প্রস্তাবিত নীতিমালাটি বিশ্ববিদ্যালয় আইনের সাথে সাংঘর্ষিক ও অগ্রহণযোগ্য। বর্তমানে প্রচলিত নীতিমালা পরিবর্তন করতে হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে একটি কমিটি গঠন করতে হবে। তাদের সুপারিশক্রমে নতুন নীতিমালা করতে হবে। তা না হলে কোনো ভাবেই সেটা গ্রহণযোগ্য হবে না। প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান গলাটিপে হত্যা করা হবে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূর হোসেন মিয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জীতেন্দ্রনাথ অধিকারী, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মিঠু চৌধুরী, অধ্যাপক ড. আবদুল বাসেত, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন