শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন কার্যকরী কমিটি ২০১৯-২০ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার বিকাল পাচঁটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ছাত্র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের ভূমিকা অনস্বীকার্য। সকলের সুন্দর কর্ম স্পৃহার মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয় একটি অনন্য অবস্থানে পৌঁছবে।
কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব সাদেক আহমদের সভাপতিত্বে ও রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুশকান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আবেদ আলী, মনিলাল দাস, জুনাব আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব