ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মহাযুদ্ধ। শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গ-উইনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশ থেকে আসা পরীক্ষার্থীদের সহায়তা করতে সারাদিনই সক্রিয় ছিল
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলো। ডাকসু, বাংলাদেশ ছাত্রলীগ, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জেলা ও উপজেলাভিত্তিক সংগঠনগুলো পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে।
ডাকসুর পক্ষ থেকে সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে শতাধিক সদস্যের বিশেষ স্বেচ্ছাসেবী টিম ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সেবা দেয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা পরীক্ষার্থীদের পরিবহনের জন্য ‘জয় বাংলা বাইক সার্ভিস’ পরিচালনা করে। এছাড়াও হলভিত্তিক বুথ বসিয়ে শিক্ষার্থীদের তথ্য সহায়তা, ফ্রি মেডিকেল সার্ভিস, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করে সংগঠনটি।
পরীক্ষা শুরুর আগে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস পরিক্ষার্থীদের মাঝে কলম ও পানি বিতরণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেতে পরীক্ষার্থীদের তথ্য সহায়তা দিতে ‘এডুবট’ নামে এর মেসেঞ্জারভিত্তিক চ্যাটবটের উদ্বোধন করা হয়। ডাকসু নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র জোট ও ক্যাম্পাসের ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনগুলো আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরের একটি কেন্দ্রসহ মোট ৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯,০৫৮জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন