দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতির চর্চা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি হওয়ার পর থেকে হল ভিত্তিক রাজনীতির দিকে এগুচ্ছে তারা।
নব গঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের লক্ষ্যই ছিল হল ভিত্তিক রাজনীতির সূচনা করা। এরই ধারাবাহিকতায় প্রতিটি হলে নানামূখী কর্মসূচি পালন করছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে পূর্বের বগি ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে এসে হল ভিত্তিক রাজনীতির শুরু করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী শাখা ছাত্রলীগ একটি মিছিল বের করে।
এদিকে আজ বুধবার দুপুরের দিকে শহীদ আব্দুর রব হল ছাত্রলীগ মিছিল নিয়ে বের হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ-আল-নাহিয়ান রাফির নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী একটি মিছিল নিয়ে শহিদ মিনার চত্বর হতে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি ক্যাম্পাস থেকে মাদক ও অস্ত্রের রাজনীতি নিষিদ্ধ করা। সাথে নেতা-কর্মীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা। বগি ভিত্তিক রাজনীতিকে বিদায় জানিয়ে হল ভিত্তিক রাজনীতির সূচনা করা।
সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন, বগি ভিত্তিক রাজনীতিকে বিদায় জানিয়ে হল ভিত্তিক রাজনীতির দিকে এগুচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এজন্য সবার আন্তরিক সহযোগিতা কাম্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন