শাটল ট্রেন না চলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ছয় দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল ফটকে তালা লাগিয় অবরোধ করে তারা।
পরে ৫ টা পাঁচ মিনিটে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেয়। এক পর্যায়ে দুইটি বাসে করে শিক্ষার্থীদের শহরে পৌঁছে দেওয়া হয় বলে জানা যায়।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, সেপ্টেম্বর মাস জুড়ে শাটল ট্রেন সময় অনুযায়ী আসে না। আসলেও তা সঠিক সময়ে ছাড়ে না। আজ শনিবার বিকাল চারটার ট্রেন এসে ইঞ্জিন ঘোরালেও ক্যাম্পাস ত্যাগ করেনি। এসময় তারা লোকমাস্টারের সাথে কথা বলে জানতে পারে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মূল ফটকে আটকে আন্দোলনে যায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, ইঞ্জিন ঘোরানোর পর তারা বলছে ইঞ্জিন নষ্ট। তাহলে এখানে আসল কিভাবে আর ইঞ্জিনই বা ঘোরালো কিভাবে!
অন্যদিকে শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো, যথাসময়ে ট্রেন ছাড়তে হবে, শাটলের বগি বৃদ্ধি করতে হবে, যথাসময়ে ট্রেন পৌঁছাতে হবে, বহিরাগত যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে, রাতে পরিবহনের বেশি ভাড়া আদায় বন্ধ করতে হবে ও বগি সংস্কার করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, রবিবার শিক্ষার্থীদের সাথে বসব। আমরা সমাধানের জন্য দ্রুত ও যথাসম্ভব ব্যবস্থা নিব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন