বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন সানিন এর সঞ্চালনায় প্রচার সম্পাদক মেহেদী হাসান বলেন, সরকারের কারণে বাধাগ্রস্থ হচ্ছে জনজীবনের উন্নয়ন। জনভোগান্তির কথা চিন্তা না করে সরকার বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি করছে বারবার।
এছাড়া মানববন্ধন থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর খালিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি, সামসুদ্দিন চৌধুরী সানিন, রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সদস্য মাহমুদুল মিঠু, বুলবুল রহমান, দীপ্ত, তাহের, নূর উদ্দীন, আবু সাঈদ, জাকির রেদওয়ান, হিমেল প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা