অনলাইন শিক্ষায় আগে থেকেই হাতেখড়ি ছিল ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদের। তাদের সময়ের সাথে অগ্রগামী বা আপডেট রাখতে কর্তৃপক্ষ এই ব্যবস্থা করায় করোনাকালীন আপদে তারা শুরু থেকেই নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষা উভয়ই সচল রেখেছে।
মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘমেয়াদি ছুটির ফাদে পড়েছে শিক্ষার্থীরা। কিন্তু ঢাকা কমার্সের শিক্ষার্থীরা বিরামহীন শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনলাইনে। আগে থেকেই অনলাইন তথা ডিজিটাল শিক্ষার প্রশিক্ষণ ও প্রাকটিস থাকায় কঠোর লকডাউনের সময়ও ঢাকা কমার্স কলেজের অনলাইন শিক্ষাকার্যক্রম চলছে নির্বিঘ্নে।
এ কলেজের অনেক শ্রেণিকক্ষই মাল্টিমডিয়াযুক্ত। এখানকার অধিকাংশ শিক্ষক মাল্টিমিডিয়ায় পাঠদানে সক্ষম। কলেজের একাদশ, অনার্স, মাস্টার্স ও প্রফেশনাল শ্রেণির প্রায় ৫ হাজার শিক্ষার্থী অনলাইন ক্লাসের আওতাধীন। এমনকি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বিশেষ প্রণোদনা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে সেকশনভিত্তিক অনলাইন অভিভাবক সভা অনুষ্ঠিত হচ্ছে। অনলাইন শিক্ষা ও অনলাইন পরীক্ষা পরিচালনায় কলেজের বিভিন্ন পদক্ষেপ গ্রহণে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তুষ্ট।
কলেজটির গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।
তিনি বলেন, অনলাইন শিক্ষা, অনলাইন পরীক্ষা পদ্ধতি এবং অনলাইন এটেনডেন্স বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ড. সফিক আহমেদ সিদ্দিক বলেন, এ কলেজে রয়েছে হাইস্পিডযুক্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এবং করোনাকালে আইএসপি থেকে ইন্টারনেট এমবিপিএস বৃদ্ধি করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে বসবাসরত সকল শিক্ষকের বাসভবনে ইন্টারনেট সংযোগ রয়েছে। আগেই গঠিত কলেজ ভিডিও পোর্টাল ও চ্যানেলে শিক্ষকদের রেকর্ডকৃত ক্লাস প্রকাশিত হচ্ছে। ফলে এ কলেজে অনলাইন শিক্ষা ও পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সম্প্রতি উচ্চমাধ্যমিক স্তরে একসাথে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর অনলাইনে বার্ষিক পরীক্ষাগ্রহণ করে এ কলেজ রেকর্ড সৃষ্টি করেছে।
বিডি প্রতিদিন/এমআই