গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শনিবার ‘স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি : পার্সপেকটিভ ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ও সেন্টার ফর স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি স্টাডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। বক্তব্যে তিনি পরিবেশগত বিষয়টি প্রাধান্য দিয়ে স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ নির্মাণের বিষয়টি উল্লেখ করে বলেন, স্মার্ট ভিলেজ বা সিটি নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন ও পরিবেশ দূষণ হ্রাস গুরুত্বপূর্ণ উপাদান। সে ক্ষেত্রে সেখানে মানুষের চাহিদার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই ধরণের ইতিবাচক পরিকল্পনাকে এগিয়ে নিতে হবে। সময়ের সাথে সাথে এই ধরণের পরিকল্পনার প্রযুক্তি ও পরিকল্পনাগত চিন্তার পরিবর্তন ঘটছে, তাই সেদিকটাও বিবেচনা করতে হবে।’ এনার্জি কনজাম্পশন কমাবে ও এনার্জি এফিসিয়েন্ট হবে- এমন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে গ্রীণ মেটেরিয়াল নিয়ে আরও গবেষণার বিষয়টি তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি বহুমাত্রিক ধারণা ও পরিকল্পনার মধ্যে আরো অধিকতর সমন্বয় প্রয়োজন বলে মনে করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে সেশন মডারেটর হিসেবে স্বাগত বক্তব্য দেন ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, যুক্তরাজ্যের ইউল্স্টার ইউনিভার্সিটির সেন্টার ফর স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. নাজমুল সিদ্দিকী। সেশন চেয়ার ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবুদর রউফ।
কর্মশালার সেশনগুলোতে অংশগ্রহণ করেন কম্বোডিয়ার ক্যামটেক-এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আলমগীর হোসাইন, অস্ট্রেলিয়ার সিডনীর স্ট্র্যাটেজিক সিটি প্লানার মো. মশিউর রহমান, খামার ই লিমিটেডের দ্বীপ্ত সাহা। সেশনে চেয়ার ছিলেন যুক্তরাজ্যের ইউল্স্টার ইউনিভার্সিটির সেন্টার ফর স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. নাজমুল সিদ্দিকী এবং মডারেটর হিসেবে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্কিটেক লায়লা আরজুমান্দ বানু।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানটি সশরীরে ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম